সাথী দাস, পুরুলিয়া, ১০ ডিসেম্বর: জেলা পুলিশের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে গেল পুরুলিয়ায়। শুধু পুলিশ আধিকারিক বা পুলিশকর্মীরাই নন তাঁদের পরিবারের সব সদস্যদের জন্যেও বিভিন্ন মজাদার ইভেন্টের আয়োজন করা হয়েছে। গাড়ির চালক, এনভিএফ, হোমগার্ড, সিভিক ফোর্স ছাড়াও অতিথিদের জন্যও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইন ময়দানে শুরুর দিন থেকেই উৎসাহের সঙ্গে প্রতিযোগীরা অংশ নেন। ক্ষুদেদের জন্যও ছিল নির্দিষ্ট দূরত্বের দৌড় প্রতিযোগিতা। দৌড়, হাই জাম্প, লং জাম্প, জাভলিন থ্রো, ডিসকাশ থ্রো, শটপাট থ্রো, স্লো সাইক্লিং রেশ, হাঁটা প্রতিযোগিতা, এয়ার গান সুট, আর্চারি, ছাড়াও প্রতিযোগিতার নবতম ইভেন্ট সংযোজিত হয় আর্মস খোলনা এন্ড জোড়না। রয়েছে অবসরপ্রাপ্ত পুলিশদের জন্য বিভিন্ন ইভেন্ট। পঞ্চাশের বেশি ইভেন্টে অংশ নেন কয়েকশ প্রতিযোগী।
শারীরিকভাবে সুস্থ থাকার জন্য শুধু ক্রীড়া চর্চা নয় মানসিকভাবে ভালো জায়গায় থাকতে পরিবারকে সঙ্গে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বলে পুলিশের পক্ষ জানানো হয়েছে। প্রথম দিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ইন্সপেক্টর জেনারেল (বাঁকুড়া রেঞ্জ) আর রাজাশেখরণ। এছাড়াও ছিলেন জেলা পুলিশ সুপার এস সিলভামুরগণ ও অন্যান্য পুলিশ আধিকারিকরা।