সাথী দাস, পুরুলিয়া, ৩০ জুলাই: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে সরব হল পুরুলিয়া জেলা বিজেপি। শনিবার বিকেলে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে একত্রিত হয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা কর্মী ও সমর্থকরা। উপস্থিত ছিলেন শহর দক্ষিণ মন্ডল বিজেপি সভাপতি সত্যজিৎ অধিকারী সহ অন্যান্যরা।
এসএসসি দুর্নীতির প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দুর্নীতির বিরুদ্ধে পোস্টার সাঁটানোর পরিকল্পনা নিয়েছিল তারা। তার আগেই হাজরা মোড়ে বিজেপি কর্মীদের আটকে দিল পুলিশ। আটক করা হয় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে।

