মুখ্যমন্ত্রীর সরকারি সভায় মাঠ ভরাবে পুরুলিয়া জেলা প্রশাসন

সাথী দাস, পুরুলিয়া, ১৫ ফেব্রুয়ারি: ভরসা বলুক বা বিশ্বাসই বলুক, বৃহস্পতিবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সভায় মাঠ ভরবে জেলা প্রশাসনের হাত ধরেই। জেলার কুড়িটি ব্লক থেকে সরকারি প্রকল্পের সুবিধা প্রাপক, ভাতা প্রাপ্ত শিল্পীদের বাসে করে মুখ্যমন্ত্রীর সভায় মাঠ ভরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। তৃণমূলের উপর ভরসা না করে এই উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এক গুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সুবিধা প্রদান করতে পুরুলিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ ফেব্রুয়ারি দুপুর ১ টায় পুরুলিয়ার ২ ব্লকের হুটমুড়া ফুটবল গ্রাউন্ডে তাঁর প্রশাসনিক জনসভা হবে। সরকারি সভা মঞ্চে প্রায় ২৫০০ কোটি টাকার ৪০টি প্রস্তাবিত প্রকল্পের শিলান্যাস, প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে ৪০টি প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। এদিকে সভাস্থলে চূড়ান্ত প্রস্তুতি চলছে। সভাস্থল সংলগ্ন মাঠে অস্থায়ী হেলিপ্যাড করা হয়েছে। আকাশ পথে সেখানে নামবেন তিনি। সভাস্থলের একেবারে শেষ প্রান্তে গড়া হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের স্টল। যাতে কম সংখ্যক মানুষের সমাগমেও মাঠ ভর্তি দেখায়।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার দাবি, “সভায় লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে। উৎসাহের সঙ্গে মানুষ সভায় আসবেন।”

হেলিপ্যাড সহ সভাস্থল নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। সর্বাধিক সংখ্যক বাস, মিনিবাস, ছোটগাড়ি সভার জন্য তুলে নেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার সড়ক পরিবহনে প্রভাব পড়বে বলে মনে করছেন বাস মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *