দুই কোরোনা যোদ্ধাকে সম্মান জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন পুরুলিয়া জেলা প্রশাসনের

সাথী দাস, পুরুলিয়া, ১৫ আগষ্ট:
দুই কোরোনা যোদ্ধাকে সম্মান জানিয়ে দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করলো পুরুলিয়া জেলা প্রশাসন। জেলাশাসক কার্যালয় চত্বরে অবস্থিত গান্ধী পার্কে আয়োজিত স্বাধীনতা দিবসের ওই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক রাহুল মজুমদার। জাতীয় সংগীত ও শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন জেলাশাসক ছাড়াও অন্যান্য আধিকারিকেরা। গান্ধীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।

পুরুলিয়া সদর হাসপাতালে কর্মরত এক নার্স ও মর্গের কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে ওঠার পর ফের তাঁরা কাজে যোগ দিচ্ছেন। করোনা আবহে আতঙ্ক ও গুজব ঠেকাতে সুস্থ হয়ে ওঠা ওই দুইজনকে জেলা প্রশাসন সম্মানিত করল আজ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁদের হাতে শংসাপত্র ও একটি স্মারক তুলে দেন জেলাশাসক।

বর্তমানে সমাজে অচ্ছুত হয়ে থাকা ওই নার্স জানান, “আক্রান্তকারীদের সঙ্গে নয়, আমাদের লড়াই করা উচিত করোনার সঙ্গে। সামাজিক দূরত্ব মেনে চলা মানে এই নয় আক্রান্তদের সামাজিক বয়কট করে রাখা। তিনি জনসাধারণের প্রতি আর্জি জানিয়ে বলেন, “এরকম মানসিকতা দূর করে আমাদের সকলকে একযোগে করোনার মোকাবিলা করে যেতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *