সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ মে: উত্তরপ্রদেশে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর জন্য রাজ্য সরকারকে দায়ী করে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি করল জেলা বিজেপি। রবিবার পুরুলিয়া জেলা বিজেপির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল মৃতদের পরিবারকে সমবেদনা জানান। ওই দলে থাকা জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী মর্মান্তিক এই ঘটনার জন্য রাজ্য সরকারকে সরাসরি দায়ী করেন। তিনি বলেন, ‘কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ট্রেনের ভাড়া বাবদ ৮৫ শতাংশ দেওয়ার কথা বললেও পশ্চিমবঙ্গ সরকার তখন কর্ণপাত করেনি। যারা আজ নিজেদের উদ্যোগে বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন তার জন্য পশ্চিমবঙ্গ সরকারই দায়ী।’

একই সঙ্গে বিজেপি জেলা সভাপতি মৃতদের পরিবার পিছু কমপক্ষে ১০ লক্ষ টাকা করে রাজ্য সরকারকে দেওয়ার জন্য দাবি জানান। তিনি কটুক্তি করে বলেন, ‘রাজ্যে মদ খেয়ে মৃত্যুর জন্য যা টাকা ক্ষতিপূরণ ২ লক্ষ টাকা দেওয়া হয়। অথচ, জেলায় কাজ না পেয়ে যারা অন্যান্য রাজ্যে পাড়ি দেন পেটের টানে এবং বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকদের। স্বজনহারা মৃতের সেইসব পরিবারের হাতে সামান্য দু লক্ষ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার।’


