সাথী দাস, পুরুলিয়া, ১০ আগস্ট: পুরুলিয়ায় নতুন করে সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করল বিজেপি। ‘আমার পরিবার বিজেপি পরিবার’ শীর্ষক কর্মসূচির পুরুলিয়া শহরের দুলমিতে অবস্থিত দলীয় কার্যালয়ে কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সূচনা করেন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। তিনি জানান, এই কর্মসূচির সূচনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শুরু করেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ থেকে রাজ্যের সব জেলায় এই কর্মসূচি শুরু হয়। পুরুলিয়াতেও বুথ স্তরের কার্যকর্তারাও সাধারণ মানুষ ও সমর্থকদের সদস্যপদ নেওয়ার জন্য উৎসাহ যোগাবেন। জেলায় এমনিতেই সদস্য সংখ্যা ৪ লক্ষের বেশি রয়েছে বলে পুরুলিয়া বিজেপির দাবি। লক্ষ্য এবার সর্বাধিক করে তোলা।
প্রসঙ্গত, ৭ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের সদস্য বাড়াতে একটি ফোন নাম্বার ঘোষনা করেন। যে নাম্বারে মিসড কল করেই সদস্য পদ নেওয়া যাবে বলে ঘোষণা করেন দিলীপ ঘোষ।