সাথী দাস, পুরুলিয়া, ১৪ সেপ্টেম্বর: ঝালদা পৌরসভার উপ পৌরপ্রধান পূর্ণিমা কান্দু তার পদ থেকে ইস্তফা দিলেন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ঝালদা পৌরসভার উপ পৌরপ্রধানের দায়িত্ব পান নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। প্রায় আট মাসের মাথায় কেন ইস্তফা দিলেন পূর্ণিমা? এই নিয়ে জল্পনা শুরু ঝালদার রাজনৈতিক মহলে।
যদিও বিষয়টি নিয়ে ঝালদা পৌরসভার উপ পৌরপ্রধান পূর্ণিমা কান্দু ইস্তফা দেওয়ার পর জানান, গত ৬ সেপ্টেম্বর ঝালদা পৌরসভার পৌরপ্রধান সহ কংগ্রেসের এক , দুই , চার ও আট নাম্বার ওয়ার্ডের কাউন্সিলাররা তৃণমূলে যোগদান করেন। যেহেতু এই বোর্ড কংগ্রেসের সমর্থনে পৌরপ্রধান হন তিন নাম্বার ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চ্যাটার্জি ও আমাকে দেওয়া হয় উপ পৌরপ্রধানের দয়িত্ব। তাই আমি মনে করি তাদের অন্য দলে যাওয়াতে আমরা সংখ্যা লঘু হয়ে পড়েছি। তাই নির্বাহীআধিকারিকের হাতে ইস্তফা পত্র তুলে দিলাম। তা ছাড়া এই দায়িত্বে থেকেও কোনো গুরুত্ব ছিল না আমার।
পূর্ণিমা কান্দু এদিন সরাসরি পৌরপ্রধানের উদেশ্য বলেন, “আমরা দুই কংগ্রেস কাউন্সিলর সংখ্যালঘু হয়ে পড়েছি। তাই ইস্তফা দিয়েছি। কংগ্রেসের সমর্থনে পৌরপ্রধান হন শীলা চ্যাটার্জি। এখন যোগদানের পর তাঁদের হাতে ১০ জন। তাই আমি চাই পৌরপ্রধান এবার তাঁদের সমর্থন নিয়ে পৌরপ্রধান হয়ে আসুন। আমাদের সমর্থন থাকবে।” এই ব্যাপারে পৌরপ্রধান শীলা চ্যাটার্জি কিছু বলতে চাননি।