জিতল পুরুলিয়া

আমাদের ভারত, আউশগ্রাম, ৮ নভেম্বর :
হালিমা স্মৃতি চ্যালেঞ্জ নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় রবিবার জয়লাভ করল পুরুলিয়া জঙ্গলমহল একাদশ।

রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ ব্লকের শ্যামসুন্দরপুর গ্রামে ফাইনাল খেলায় মুখোমুখি হয় পুরুলিয়া জঙ্গলমহল একাদশ এবং মেমারি একাদশ। প্রথমার্ধে ১ – ১ গোল হয়। দ্বিতীয়ার্ধে অমিমাংসিত থাকলে টাইব্রেকারে খেলার নিস্পত্তি হয়। ৫ – ৪ ব্যবধানে জয়ী হয় পুরুলিয়া।

বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেমারি সহ আশপাশের আটটি দল এদিন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সমাজসেবী আব্দুল লালনের উদ্যোগ ও অর্থানুকূল্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার,আউশগ্রাম ২ পঞ্চায়েত সমিতি সভাপতি সৈয়দ হায়দার আলী, জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ ও কাকলি রাজা প্রমুখ।
খেলার অনুষ্ঠানে আতসবাজি প্রদর্শনী, কচিকাঁচা ও আদিবাসী নৃত্যানুষ্ঠানের পাশাপাশি ড্রোন ক্যামেরায় মাধ্যমে পুরো প্রতিযোগিতা ও অনুষ্ঠানের দৃশ্য ক্যামেরাবন্দি করার ব্যবস্থা ছিল। তানিয়ে দর্শকদের মধ্যে ছিল প্রচুর আগ্রহ।
বিজয়ী দলকে নগদ ৫০ হাজার টাকা ও ট্রফি ও বিজিত দলকে নগদ ৩০ হাজার টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *