“বিজেপির সঙ্গে স্বামীরও শুদ্ধিকরণ প্রয়োজন”, তারাপীঠে শুদ্ধিকরণ যজ্ঞ করার পর বললেন সুজাতা খাঁ

আশিস মণ্ডল, রামপুরহাট, ১১ ফেব্রুয়ারি: “বিজেপির সঙ্গে স্বামীরও শুদ্ধিকরণ প্রয়োজন। তাই মা তারার পুজো দিয়ে কুমারী পুজো করা হল”। বুধবার রাতে তারাপীঠ শ্মশানে একথা বলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র স্ত্রী তৃণমূল নেত্রী সুজাতা খাঁ।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে তারাপীঠে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, কৈলাস বিজয়বর্গীয়, সাংসদ সৌমিত্র খাঁ। প্রত্যেকে মা তারার পুজো দেন। এরপরেই তারাপীঠ সংলগ্ন চিলা ব্রিজের মাঠে পরিবর্তন যাত্রার উদ্বোধন করেন। বিজেপি নেতারা তারাপীঠে এসে পবিত্র ভূমিকে অপবিত্র করে গিয়েছেন। তাই মঙ্গলবার তারাপীঠ শ্মশানে যজ্ঞের পাশাপাশি কুমারী পুজো করালেন সুজাতা খাঁ। সেখানেই তিনি সাংবাদিকদের বলেন, “রটন্তীপুজো উপলক্ষ্যে মহাপুণ্যতিথি। এখানে কুমারীকে মা তারা রুপে পুজো করলাম। তারাপীঠ পুণ্যভূমি। সেখানে নাড্ডা, চাড্ডা, গাড্ডারা এসে অপবিত্র করে গিয়েছে। তাই আমরা শুদ্ধিকরণ করলাম। সেই সঙ্গে স্বামীরও শুদ্ধিকরণ করলাম। কারণ উনিও তো সেই অশুদ্ধ দলে রয়েছেন। আর আমি যে দিন তৃণমূলে যোগদান করেছি সেই দিন নিজেকে শুদ্ধিকরণ করেছি। এখন সমাজকে শুদ্ধিকরণ করলাম”। স্বামীর শুদ্ধিকরণ যজ্ঞ করা হলেও বিবাহবিচ্ছেদ নিয়ে কোনও কথা বলতে চাননি সুজাতা খাঁ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিভ ছিঁড়ে কুকুরকে খাওয়ানোর হুমকি দিয়েছিলেন সুজাতা খাঁ। এপ্রসঙ্গে তিনি বলেন, “এটা ভাই বোনের ঝগড়া। এটা হতেই পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় মা। মা মেয়ের লড়াই, ভাই বোনের লড়াই হতেই পারে”। স্বামী স্ত্রীতেও ঝগড়া হয়। তবে তিনি সেই ঝগড়ায় স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করবেন? এই প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে সংবাদমাধ্যমের চিন্তা না করাই ভালো”। এদিন যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলী জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কুন্তল ঘোষ, বীরভূম জেলা কংগ্রেসের বিদায়ী সঞ্জয় অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *