৪৯১ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে অষ্টম নবদ্বীপের পূর্বাশা কুন্ডু

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত,নদিয়া, ১০ জুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের অষ্টম স্থান অধিকার করলেন নদিয়ার নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের ছাত্রী পূর্বাশা কুন্ডু। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১।

কয়েক ঘণ্টা আগে রাজ্যের উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়। সেখানেই দেখা যায় নদিয়ায় ২ জন ছাত্রী যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করেছে। নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের ছাত্রী পূর্বাশা কুন্ডু অষ্টম হয়েছেন। এই খবর পাওয়ার পরেই গোটা নবদ্বীপ এলাকাসহ তার পরিবারে চলছে খুশির জোয়ার।

পূর্বাশা কুন্ডু বলেন, তিনি ভবিষ্যতে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করতে চান। এরপর এমএসসি কমপ্লিট করে বিভিন্ন বিষয়ে রিসার্চ করতে চান। পাশাপাশি তিনি বলেন, সুযোগ হলে অধ্যাপনা করবেন তিনি।

পড়াশোনার রুটিন নিয়ে তিনি বলেন, তাঁর কোনও নির্দিষ্ট সময়সীমা ছিল না। যখন ইচ্ছা তখনই পড়তে বসেছেন তিনি। পাশাপাশি তিনি তাঁর পড়াশোনার গাইড নিয়ে বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে প্রচুর সাহায্য করেছেন। তার বাবা-মা সব সময় পাশে থেকেছে।

পূর্বাশা কুন্ডুর বাবা-মা দুজনেই সরকারি কর্মচারী। তিনি মাধ্যমিকে ৬৭৪ নম্বর পেয়েছিলেন। তবে অনলাইন পরীক্ষার বিষয় নিয়ে বিরোধিতা করেন তিনি। তিনি বলেন, আমি কখনোই অনলাইন পরীক্ষার পক্ষে নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *