আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ জানুয়ারি: এই প্রথম জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে হচ্ছে পুর উৎসব। শহরের মোট ২৫টি ওয়ার্ডের খুদেদের বিভিন্ন প্রতিভাকে তুলে ধরতে ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ। মাদ্রাসা ময়দানে আজ ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি তিন দিন ধরে এই উৎসব চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বহিরাগত শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান।

জলপাইগুড়ি পুরসভার জন্ম ১৮৮৫ সালে। জলপাইগুড়ি শহরের বয়স ১৫৫ বছর। এই প্রথম জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে পুর উৎসব হচ্ছে। ১৫ থেকে ১৭ জানুয়ারি শহরের সব ওয়ার্ডের নাগরিকদের নিয়ে এই পুর উৎসব চলবে। শুধু তাই নয়, রবিবার পুরসভার উদ্যোগে শহরে মাইকিং করে পুর উৎসবের ঘোষণা করা হয়েছে। আঁকা, নাচ, গান, আবৃতি, গল্প প্রতিযোগিতা সহ একাধিক প্রতিযোগিতা মূলক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে হবে তিন দিন ধরে। আজ স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান, আগামীকাল বহিরাগত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একাধিক স্টল দিয়েছে পুর উৎসবে।
পুরপ্রধান পাপিয়া পাল বলেন, “পুর উৎসবকে কেন্দ্র করে মাদ্রসা ময়দানে নাচ, গান, আবৃতি, আঁকা প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠান হচ্ছে। এই প্রথম পুর উৎসবের আয়োজন করা হয়েছে। তিন দিন ধরে এই অনুষ্ঠান চলবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও উৎসবে সামিল হয়েছেন।”

