আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট:
মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ে আজ আনন্দ পরিসরে অর্থাৎ হাতের কাজের ক্লাসে কচিকাঁচারা নিজেদের হাতে বানালো জাতীয় পতাকা। এই জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের সকালে প্রভাত ফেরিতে অংশ নেবে তারা। এছাড়াও বালা প্রকল্পের অংশ হিসেবে নিজেরাই রং তুলি হাতে বিদ্যালয়ের সাদা দেওয়ালে ফুটিয়ে তুলল বিভিন্ন ধরনের ছবি। যা তাদের শিখনে সহায়ক হবে।
শিক্ষক মহাশয়দের কথায়, হাতে কলমে শিক্ষার মাধ্যমে কচিকাঁচাদের শিখন দীর্ঘস্থায়ী হয় এবং তাদের মধ্যে গড়ে ওঠে সৃজনশীল মানসিকতা। নিজেদের হাতে জাতীয় পতাকা তৈরীর মাধ্যমে তারা জাতীয় পতাকা সম্বন্ধে যেমন জানলো ঠিক তেমনই জাতীয় পতাকা সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করলো। এই কাজের মাধ্যমেই জাতীয় পতাকায় কয়টি রং থাকে, কোনো রং কোথায় থাকে তা মনে রাখতে সুবিধা হবে বলে মনে হয়।