আমাদের ভারত,২৫ অক্টোবর: সম্প্রতি পাঞ্জাবে এক দলিত শিশু ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু এই ঘটনায় গান্ধী পরিবার সম্পূর্ণ নীরব কেন? নির্মলা সীতারামন থেকে প্রকাশ জাভড়েকর সকলেই প্রশ্ন তুলেছেন, এই ভয়ঙ্কর ঘটনা জানার পরেও রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কেন নিরব? বিজেপি প্রশ্ন তুলেছে হাথরসের সময় তারা ছুটে গিয়েছিলেন অথচ রাহুল এখন এখানে না এসে ভোট প্রচারে ব্যস্ত।
সাম্প্রতিক পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার তান্ডা গ্রামে ধর্ষণের শিকার হয়েছে মাত্র ছয় বছরের একটি শিশু কন্যা। ধর্ষণের পর তাকে খুন করে তার দেহ জ্বালিয়ে দেওয়া হয়। ওই দলিত শিশুর বাবা-মা পরিযায়ী শ্রমিক। তারা বিহার থেকে পাঞ্জাব এসেছিলেন কাজের জন্য।
এবার এই ঘটনা নিয়ে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে সরব হন প্রকাশ জাভড়েকর, নির্মালা সীতারমন। জাভরেকর সংবাদমাধ্যমকে বলেন বিহারের ৬ বছরের শিশুর ধর্ষণের পর খুন হয়েছে পাঞ্জাবের তান্ডা গ্রামে। তাই এখন ভোটের প্রচার না করে রাহুল গান্ধীর উচিত ঐ গ্রামে গিয়ে দেখা উ উচিৎ সেখানে মহিলাদের ওপর কেমন অত্যাচার চলছে।
জাভরেকর আরও বলেন, তান্ডার দলিত পরিবারের কাছে রাহুল-প্রিয়াঙ্কা কিংবা সোনিয়া কেউ যাননি। কারণ তাদের দল সেখানে ক্ষমতায় রয়েছে। সেখানে মহিলাদের ওপর কেমন অত্যাচার হচ্ছে তা তারা দেখছেন না। কিন্তু হাথরসে তারা গিয়েছিলেন, তাহলে সেটা কি শুধুই সংবাদমাধ্যমে ছবি তোলার জন্য?
অন্যদিকে, রাহুল-প্রিয়াঙ্কা ও সোনিয়াকে নিশানা করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, কোনো ধর্ষণ নিয়েই রাজনীতি করা উচিত নয়, কিন্তু কিন্তু রাজনীতি করার জন্যই এগুলি নিয়ে বেছে বেছে হইচই করা হচ্ছে। অথচ কংগ্রেস শাসিত রাজ্যে যখন কোনও ধর্ষণের ঘটনা ঘটছে তখন তারা নীরব।
নির্মালা সীতারমন আরও বলেন, এখানে একটি ৬ বছরের শিশু ধর্ষণ ও হত্যা হয়েছে। অন্য অনেক জায়গাতেই তো তারা ছুটে যায় কিন্তু এই ভয়ঙ্কর ঘটনা কেন গান্ধী ভাইবোনেদের নাড়া দেয় না?