আমাদের ভারত, ৩ জুন :ফের রণক্ষেত্র আকার নেয় পুলওয়ামা। তীব্র গুলির লড়াই হয় জঙ্গি-সেনার মধ্যে। বুধবার সকালে জম্মু-কাশ্মীরে পুলওয়ামা কঙ্গন অঞ্চলে সেনার গুলিতে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির।
গোপন সূত্রে খবর পেয়ে সকালে পুলওয়ামার কঙ্গন এলাকা ঘিরে ফেলেছিল সিআরপিএফ ও জম্মু কাশ্মীরের পুলিশের বাহিনী। তন্নতন্ন করে তারা খুঁজতে থাকেন জঙ্গি ঘাঁটি। সেই সময় গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা। গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন জঙ্গির।
জম্মু-কাশ্মীরের এক পুলিশ আধিকারিকের কথায়, গোপন সূত্রে খবর ছিল, আস্তান মহল্লায়তিন জঙ্গি লুকিয়ে রয়েছে। সেইমতো অপারেশনের পরিকল্পনা হয়। জানা গেছে ওই তিন জঙ্গির মধ্যে একজন জৈশের কমান্ডার ছিলেন। আর কোন জঙ্গি সেখানে লুকিয়ে আছে কিনা তার জানতে এখনো সেখানে চিরুনি তল্লাশি চলছে। সাময়িকভাবে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।