Adopted, Medinipur, সন্তানের টানে! বার্সিলোনা থেকে মেদিনীপুর উড়ে এলেন চেরি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: সিঙ্গেল মাদার হয়ে সন্তান লালন পালন করতে চান। তাই হন্যে হয়ে খুঁজছিলেন দত্তক সন্তান। মিলতেই সুদূর স্পেনের বার্সিলোনা থেকে মেদিনীপুর উড়ে এলেন চেরি নামের মহিলা।

সোমবার জেলা শাসক খুরশেদ আলি কাদেরী তার হাতে মেদিনীপুর বিদ্যাসাগর বালক হোমের সোম নামে এক শিশুকে তুলে দেন। শিশুটিকে পেয়ে দারুন খুশি ওই মহিলা।

এ প্রসঙ্গে স্পেনের ওই মহিলা বলেন, আমি সিঙ্গেল মাদার। এই বাচ্চাটাকে আমি নিয়েছি। তার সাথে আমি খেলব, তাকে পড়াশোনার জন্য স্কুলে নিয়ে যাবো, তাকে অনেক কিছু শেখাবো।

মেদিনীপুরের জেলাশাসক বলেন, দত্তক হচ্ছে সবথেকে ভালো পদ্ধতি। আমাদের এখান থেকে অনেক শিশুকে দত্তক নেওয়া হয়েছে। এরকম প্রায় ৬২ টি শিশু রয়েছে। যার মধ্যে প্রায় ছয় জন আলাদা দেশে রয়েছে। বাকিরা এ রাজ্যে বিভিন্ন জায়গায় রয়েছে। তবে দত্তক দেওয়ার আগে আমাদের ভাবতে হয়। দত্তক নেওয়া শিশুদের যাতে একটু ভালো ভবিষ্যৎ দেওয়া যায়। কিছুদিন আগেই আমরা খড়্গপুর গিয়েছিলাম, সেখানে দুটো মেয়ে ছিল যারা সাধারণ ছেলে মেয়ের থেকেও অনেক বেশি এগিয়ে। তাদের পেন্টিং, তাদের কাজ সত্যিই নজর কাড়া।

স্পেনের ভদ্রমহিলা জিরি এই শিশুটিকে দত্তক নিলেন। ওদের অর্থনৈতিক অবস্থা ভালো। নিজের সন্তান নেই। অনেক ক্ষেত্রে দত্তক দিলে ছেল মেয়েদের একটা নিজস্ব স্বাধীনতা থাকে, যেটা নিজেরা হোমে থাকাকালীন তারা করতে পারে না। তবে আমাদের লক্ষ্য রাখতে হয়, যারা দত্তক নিয়ে যায়, তারা যেন শিশুটিকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *