আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৫ অক্টোবর:
উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার মানসবাগ ক্লাবের পুজো চলতি বছরে ৭৩ তম বছরে পদার্পন করল। এবছর তাদের পুজোর ভাবনা “ধরার মাঝে সরা”। লুপ্ত প্রায় মাটির সরা শিল্পকে দর্শনার্থীদের সামনে নতুন রূপে পরিচয় করাতে বিখ্যাত শিল্পী সনাতন দিন্দা এই শিল্পকর্মকে দর্শনার্থীদের সামনে উপস্থাপিত করেছেন।
বেলঘরিয়া মানসবাগ ক্লাবের পুজোর উদ্যোক্তারা রাজ্য সরকারের করোনা সচেতনতা বিধিকে মান্যতা দিয়ে সব রকম সচেতনতা নিয়েই এবছর নিজেদের মণ্ডপ সজ্জা গড়ে তুলেছে।
মণ্ডপ সজ্জায় যে মাটির সরা ব্যবহার করা হয়েছে, সেই সরায় পৌরাণিক গল্প কথাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেবী দুর্গার মূর্তিটিও মাটির সরার মধ্যেই নির্মিত হয়েছে। আধুনিক সমাজ যাতে মাটির সরার সাথে পরিচিত হতে পারে, সেই কারনে শিল্পীর এই উদ্যোগ।