পুজো কমিটির সরকারি অনুদান চুরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ অক্টোবর: করোনা মহামারির সময় এবছর পুজো
কমিটিগুলোকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রতিটি থানা থেকে অনুদানের টাকার চেক তুলে দেওয়া হয়েছে পুজো কমিটি গুলোর হাতে। পুজো
কমিটিগুলো ইতিমধ্যে টাকা পাওয়া শুরুও করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতৃত্ব।

উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার আদিবাসী গ্রামের একমাত্র পুজো ভবানীপুর বারোয়ারী পুজো কমিটির সম্পাদক মনোতোষ রায়, সভাপতি ভাষান রায় ও কোষাধ্যক্ষ খোকন রায় অভিযোগ করেন, তাঁরা পুজো কমিটির কোনও অনুদান পাননি। পরবর্তীতে থানায় যোগাযোগ করলে জানতে পারেন তাঁদের পুজো কমিটি অনুদানের টাকা পেয়েছে। টাকা ঢুকেছে স্থানীয় তৃণমূল নেতা তথা বাগদা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রাজা রামমোহন সর্দারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দুর্গা পুজোর নবমী পর্যন্ত রাজা রামমোহনবাবু এই টাকা পুজো কমিটির হাতে তুলে দেননি বলে অভিযোগ। তারা জানান, তৃণমূল বাগদা বিধানসভার এসি কোঅর্ডিনেটর তথা বাগদা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য প্রতিমা রায়, মালিপোতা অঞ্চল যুব তৃণমূল সভাপতি কঙ্কন হালদার পুজো কমিটির উদ্যোক্তাদের বলেন, এবছর কমিটির কাগজপত্র ঠিক না থাকার কারণে এবছর তারা টাকা পাবেন না। টাকা পাবেন সামনের বছর। টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত রাজা রামমোহন সর্দারের ঘনিষ্ঠ।

এবিষয়ে মালিপোতা অঞ্চল তৃণমূল সভাপতি দীপক ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি পুজো কমিটির করা সব অভিযোগ সত্য বলে জানান। সাথে তিনি বলেন, পুজো মন্ডপে অনুদান পেয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে কোনো ফ্লেক্স নেই, মাস্ক, স্যানিটাইজারেরও কোনও ব্যবস্থা নেই। তিনি বিষয়টি মিটিয়ে দেবার আশ্বাস দেন গ্রামবাসীদের। এখানেই অভিযোগ বিরোধীদের। পূজো কমিটির অনুদানের টাকা কমিটির কারও অ্যাকাউন্টে না দিয়ে কেন তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের অ্যাকাউন্টে দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *