আশিস মণ্ডল, রামপুরহাট, ২৭ অক্টোবর: বাজির আগুনে ভস্মীভূত হল পুজো মণ্ডপ। আগুনে পুড়ে গিয়েছে মায়ের মূর্তিও। আচমকা আগুন জ্বলতে দেখে এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব শেষ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের রামপুরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে হাটতলা সর্বজনীন পুজো মণ্ডপে। এবছর তাদের পুজো ৬৭ বছরে পা দিয়েছিল। প্রতি বছরের মতো এবারও একাদশীর বিকেলের দিকে প্রশাসনের নিয়ম মেনে অনাড়ম্বর ভাবে প্রতিমা নিরঞ্জন করার কথা ছিল। কিন্তু তার আগেই আগুনে সব ভস্মীভূত হয়ে গেল।
পুজো কমিটির সাংস্কৃতিক কমিটির সম্পাদক প্রশান্ত রায় বলেন, “আমরা আগেই বলেছিলাম মণ্ডপের সামনে কেউ বাজি পোড়াবে না। তা সত্ত্বেও রকেট বাজি পোড়ান হয়েছে। সেই রকেটের আগুন গিয়ে পড়ে মণ্ডপের উপরের ত্রিপলে। কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। চোখের সামনে সমস্ত মণ্ডপ এবং প্রতিমা পুড়ে যেতে দেখলাম। দমকল আসার আগেই সব পুড়ে যায়। তবে দমকল কর্মীরা সম্পূর্ণ আগুন নিভিয়ে তারপর ফিরে যান। আবার আমরা পুজো করব সিদ্ধান্ত নিয়েছি। সব ঠিকঠাক থাকলে আসন্ন জগদ্ধাত্রী পুজোয় মায়ের আরাধনা করব”।