আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৯ এপ্রিল: দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের নতুন পাড়া পুজো কমিটির সদস্যরা এবার নতুন উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর জরুরি ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করেছে। এর পাশাপাশি রবিবার বারুইপুর ও ক্যানিং এলাকায় দিন রাত রাস্তায় দাঁড়িয়ে যে সমস্ত পুলিশকর্মীরা লকডাউনকে সফল করতে ডিউটি করছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন।
লকডাউনের ফলে দোকানপাট, হোটেল সবই বন্ধ। ফলে পুলিশকর্মীদের দুপুরে খাবার খেতে যথেষ্ট অসুবিধায় পড়তে হচ্ছে। তাই এই পুজো কমিটির তরফ থেকে পুলিশকর্মীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া মানুষের জন্য অবিরাম কাজ করার কারণে তাদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয়। আবারও এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান নতুনপাড়া পুজো কমিটির সদস্যরা।
পুলিশ কর্মীদের পাশাপাশি রাস্তায় যে সমস্ত দুঃস্থ মানুষজনকে তারা পেয়েছেন তাদের হাতেও খাবার তুলে দিয়েছেন। এদিন প্রায় ৩০০ মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়েছে। নতুনপাড়া দুর্গোৎসব কমিটির এই উদ্যোগে খুশি পুলিশকর্মীরা। খুশি এলাকার সাধারণ মানুষজন।