আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ অক্টোবর: সরকারি নির্দেশে বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরেও অনুষ্ঠিত হল দুর্গাপুজো কার্নিভাল ২০২২। যাকে ঘিরে উৎসাহ আর উদ্দীপনায় মেতে উঠেছেন রায়গঞ্জ শহরের মানুষ। এই কার্নিভালে মোট ২৩ টি ক্লাব অংশগ্রহণ করেছে। এই উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় রায়গঞ্জ শহরে। শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয় যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই কার্নিভালে ২৩ টি ক্লাবের ছোট বড় মিলিয়ে মোট ১০৪ টি গাড়িতে দুর্গা প্রতিমা সহ বিভিন্ন রকমারির প্রদর্শন করবে ক্লাবগুলি।

কার্নিভালে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী গোলাম রব্বানী ও সত্যজিৎ বর্মন। ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ অন্যান্যরা। এছাড়াও এই কার্নিভালে ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ জেলা পুলিশ সুপার মহঃ সানা আখতার, জেলা পরিষদের সভাধিপরতি কবিতা বর্মন সহ অন্যান্য আধিকারিকেরা।

প্রসঙ্গত, রাজ্য সরকারের নির্দেশে এবছরে কলকাতার ধাঁচে জেলায় জেলায় দুর্গা প্রতিমা বিসর্জনের বিশেষ শোভাযাত্রা বা কার্নিভালের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে শুক্রবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় বিশেষ শোভাযাত্রা বা কার্নিভাল। শিলিগুড়ি মোড় পেরিয়ে সুপার মার্কেট সংলগ্ন স্থানে মূল মঞ্চের সামনে অনুষ্ঠিত হয় প্রতিটি পুজো কমিটির পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর এক এক করে শহরের রাজপথ ধরে বিদ্রোহী মোড় পর্যন্ত যায় এই শোভাযাত্রা। কার্নিভালের নীল সাদা মূল মঞ্চের উল্টো দিকে কমেন্ট্রি বক্স ও ক্যামেরা, ক্রেন ইত্যাদি রাখা হয়। মূল মঞ্চ চত্বরে প্রবেশ, অনুষ্ঠান পরিবেশন ও অনুষ্ঠানস্থল পেরিয়ে যেতে প্রত্যেকটি পুজো কমিটির সর্বাধিক ৫ মিনিট সময় নির্ধারন করা হয়েছিল। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা।

