আশিস মণ্ডল, আমাদের ভারত, সিউড়ি, ৭ নভেম্বর: দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে মা তারার পুজো দিলেন তৃণমূলের রামপুরহাট ২ নম্বর ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায়। অন্যদিকে সতীপিঠ কঙ্কালীতলা মন্দিরে পুজো দিলেন জেলা পরিদদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এছাড়াও দলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৮তম জন্মদিন। এই বিশেষ দিনে তাঁর নামে তারাপীঠে মা তারার পুজো দিলেন ব্লক সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মা তারাকে বেনারসী শাড়ি দিয়ে জড়িয়ে রাজবেশে সাজিয়ে অভিষেকের মঙ্গল কামনায় পুজো দেন সুকুমারবাবু। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য নিতাই মাল, ব্লক যুব সভাপতি প্রেমানন্দ মণ্ডল।
সেবায়েত সজল চট্টোপাধ্যায় জানান, মা তারাকে সিঙ্গার ডালা দিয়ে পুজো দেওয়া হয়। নাম গোত্র ধরে অভিষেকের নামে পুজো করা হয়।
সুকুমারবাবু বলেন, “যুব নেতা, আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে পুজো দেওয়া হল। তিনি সুস্থ থাকলেই রাজ্যের মানুষ ভালোভাবে থাকবেন। সেই কারণেই মা তারার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যবাসীর মঙ্গল কামনা করে পুজো দেওয়া হলো। মায়ের পুষ্প অভিষেকের কাছে পৌঁছে দেওয়া হবে।”

অন্যদিকে জন্মদিনকে স্মরণ করে ৩৮টি পুজোর ডালা, ৩৮টি কেক কেটে এবং ৩৮ জন রক্তদান করে অভিনব কায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৮তম জন্মদিন পালন করলেন বীরভূমের দাপুটে নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সতীর ৫১ পীঠের অন্যতম সতীপীঠ বীরভূমের বোলপুরের কঙ্কালীতলায় এই অভিনব জন্মদিন পালন করা হলো। এদিন কঙ্কালীতলা সতীপীঠে মা কঙ্কালীকে পুজো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনা করা হয়। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৮তম জন্মদিন উপলক্ষে ৩৮টি কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এদিন কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে প্রায় ২০০০ দুঃস্থ মানুষদের ভোগ বিতরণ করা হয়। পাশাপাশি কাজল শেখের গ্ৰাম পাপুড়িতে মসজিদে নমাজের মধ্য দিয়ে অভিষেকের মঙ্গল কামনা ও মহোৎসব আয়োজিত হয়।
যুব নেতার জন্মদিনে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রপরিদের বীরভূম জেলা সভানেত্রী ঋতুপর্ণা সিনহা। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আপনার আলোয় আলোকিত হোক বাংলা। আপনি বাংলার পথ প্রদর্শক। আপনার দীর্ঘায়ু কামনা করি।”

