প্রকাশিত হল ইংরেজি কবিতার সংকলন “ওয়েভস অফ মেমোরিস্”

আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জানুয়ারি: সম্প্রতি মেদিনীপুর শহরের ‘সঙ্গম গার্ডেন’ আবাসনের কমিউনিটি হলে ‘ডি নোভো’ প্রকাশনীর উদ্যোগে প্রকাশিত হল কবি সৌমেন পাণ্ডার ইংরেজি কাব্যগ্রন্থ ‘ওয়েভস অফ মেমোরিস্’। সৌমেনবাবু পেশায় ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক। ৫৬টি কবিতা নিয়ে প্রকাশিত হল “ওয়েভস অফ মেমোরিস্” নামের এই কাব্য সংকলনটি।  কবি, সাহিত্যিক, সমালোচক, অধ্যাপক, প্রধান শিক্ষক সহ সমাজের বিভিন্ন স্তরের প্রায় ৮০ জন সাহিত্য মনস্ক মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক সংঘমিত্র মাকুড় মহাশয়। প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রখ্যাত কবি ও সমালোচক আনোয়ার আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, কবি ও সমাজকর্মী ড: প্রসূনকুমার পড়িয়া, প্রধান শিক্ষিকা মহুয়া ভট্টাচার্য, অধ্যাপক ড: অভিষেক চৌধুরী, প্রধান শিক্ষক জয়দীপ ফৌজদার, গৌতম বন্দোপাধ্যায়, বিপ্লব দে এবং সব্যসাচী ব্যানার্জি। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী নির্মাল্য সরকার। ‘ডি নোভো ‘প্রকাশনী-র পক্ষ থেকে রাজকুমার দাস জানান, ইংরেজি কবিতা-প্রেমিক পাঠকদের কাছে বইটি বিশেষভাবে সমাদৃত হবে বলে তাঁদের বিশ্বাস।

কবি সৌমেন পান্ডা বলেন,’আমাদের প্রতিদিনের জীবনের ঘাত প্রতিঘাত, পাওয়া না-পাওয়ার দ্বন্দ্ব মূলত এই কবিতা সংকলনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে। ‘কবিতার পরতে পরতে আঁকা হয়েছে সূক্ষ্ম জীবনবোধ। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুদীপ পাঁজা। কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ উপস্থিত শ্রোতাদের আকৃষ্ট করে। ইংরেজি সঙ্গীত পরিবেশন সহ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবার্ঘ মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *