পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: সোমবার “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচিতে ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতি সহ এলাকার কর্মীদের সঙ্গে নিয়ে শালবনি বিধানসভার গড়বেতা ২ ব্লকের জিরাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের সঙ্গে মিলিত হলেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনার পর সমাধানের চেষ্টা করেন। স্থানীয়দের সঙ্গে মিলিত হয়ে এলাকার উন্নয়নে গ্রামবাসীদের আরো বেশি করে সংযুক্ত করার আবেদন জানান। স্থানীয় হাই স্কুলের উন্নয়নে পাশে থাকার বার্তা দেন মন্ত্রী।
এ দিনের প্রথম পর্যায়ের কর্মসূচি সেরে সকলের সঙ্গে বসে দুপুরের খাবার খেয়ে ফের জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন তিনি।

