সাথী প্রামানিক, আমাদের ভারত, পুরুলিয়া, ৩ জুলাই: শুধু ভোটের সময় নয়, সারাবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে সব দলই। সাংগঠনিক শক্তি বৃদ্ধির সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে জনতা জনার্দনের সমর্থন। এটা এখন ডান, বাম, অতি ডানপন্থী সহ সব রাজনৈতিক দলেরই লক্ষ্য হয়ে উঠেছে। এই বিষয়ে বেশি সক্রিয়তা দেখা গিয়েছে বিজেপির মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খোলা চিঠি বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে দলীয় ‘জনসম্পর্ক অভিযান’ রূপায়িত করছে বিজেপি।
শুক্রবার, জনসম্পর্ক অভিযানে পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় দলের জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি করল বিজেপি। বাদ গেল না তৃণমূল নেতার বাড়ি। তৃণমূল নেতা তথা স্থানীয় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তারকেশ চ্যাটার্জির হাতেও প্রধান মন্ত্রীর চিঠি তুলে দেন বিজেপি জেলা সভাপতি। বিজেপি শহর মন্ডলের উদ্যোগে এদিনের কর্মসূচিতে জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ছাড়াও জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা। উপস্থিত ছিলেন দুই শহর মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী ও বিপ্লব মুখার্জি।