দীপাবলি-ছট-জগদ্ধাত্রী উৎসবে বিধি-নিষেধ জারি করতে চেয়ে ফের জনস্বার্থ মামলা হাইকোর্টে

রাজেন রায়, কলকাতা, ৩ নভেম্বর: দীপাবলিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করতে চেয়ে আগেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। এবার দুর্গাপুজোর মতো রাজ্যে অনুষ্ঠিত আগামী ১৪ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কালীপুজো ও দেওয়ালি, কার্তিক পুজো, ছটপুজো এবং জগদ্ধাত্রীপুজোতেও জেলাভিত্তিক ভাবে একই রকম বিধিনিষেধ আরােপ করুক কলকাতা হাইকোর্ট। আদালতের কাছে এমনই দাবিতে ফের দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার এই আর্জি জানিয়েছেন হাওড়ার বাসিন্দা মামলাকারী অজয় কুমার দে।

আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এই মামলার অনলাইন শুনানিতে অংশগ্রহণ করবেন।

আবেদনে জানানো হয়েছে, কালীপূজায় বাজি নিষিদ্ধ করে বাজি উৎপাদক ও ব্যবসায়ীদের যে পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে তার ক্ষতিপূরণ হিসেবে রাজ্য সরকার কিছু আর্থিক সাহায্যের ব্যবস্থা করুক। এছাড়া পরিকল্পনা করে জেলা ভিত্তিতে ছট পুজোর ক্ষেত্রে রাজ্যের প্রতিটি জলাশয়ের ঘাটে বিশেষ বিধি নিষেধ আরোপ করুক আদালত। প্রতিবছরই অতিরিক্ত পরিমাণ বাজি পোড়ানোর ফলে বায়ুদূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যাতে বৃদ্ধ থেকে শিশু এবং শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত রোগীরাও ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। এই বছরেও বাজি পোড়ানো বন্ধে হস্তক্ষেপ করুক আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *