আমাদের ভারত,১৯ মার্চ: প্রয়োজনে ঘরে মজুদ করে রাখতে পারেন ছয় মাসের রেশন। করোনা আটকাতে আজ বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। আর এই ঘোষণার পড়েই আশঙ্কা দেখা দিয়েছে তাহলে কি লক ডাউনের দিকেই এগিয়ে যাচ্ছে দেশ– সোশ্যাল মিডিয়ায় তাই নিয়ে হইচই চলছে।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একের পর এক পরিষেবা বন্ধ হচ্ছে। সারা দেশজুড়ে প্রায় অঘোষিত বনধের পরিস্থিতি। ইতিমধ্যেই ব্যবসায়ীদের একাংশ প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু শহর লক ডাউনের আবেদন জানিয়েছিলেন। আর আজ কেন্দ্রও ছয়মাসের খাদ্যশস্য রেশন থেকে তুলে রাখার কথা বলল। এই দুটি বিষয়কে অনেকে দুয়ে দুয়ে চার করে আশঙ্কা করছেন, লক ডাউনের মতো বড়সড় কিছু হতে পারে।
করোনার কামড় থেকে দেশবাসীকে বাঁচাতে প্রতিদিন সচেতনতার বার্তা দিচ্ছে সরকার । রাজ্যের মুখ্যমন্ত্রী আগাম জানিয়ে দিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে কড়া পদক্ষেপ নেবেন তিনি।
সেইমত এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে আমজনতাও ব্যস্ত। এরই মধ্যেই আবার বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রাম বিলাশ পাশওয়ান। তিনি জানিয়ে দিয়েছেন রেশনে একসঙ্গে ছয় মাসের খাদ্যশস্য তোলা যাবে। যা আগের দুমাসের জন্য তোলা যেত। দেশের ৭৫ কোটি মানুষ এই গণ বন্টন ব্যবস্থার আওতায় আছেন। তাই মানুষ চাইলে ছয়মাসের খাদ্যশস্য একসঙ্গে তুলে নিতে পারবেন। রাজ্য সরকারগুলির কাছেও ওই নির্দেশ পাঠানো হয়েছে।
এতদিন পর্যন্ত দু মাসের খাদ্যশস্য মজুদ করার নিয়ম ছিল। কিন্তু করোনা আটকাতে সেই মেয়াদ বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। পাঞ্জাব সরকার আগেই এই নিয়ম চালু করে দিয়েছিল। এবার সারা দেশে এই নিয়ম চালু হলো। পাশোয়ান বলেন, সরকারের গুদামে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে। তাই সব রাজ্য ও কেন্দ্রশাসিত সরকার গুলিকে বলা হয়েছে মানুষ যাতে রেশনে একেবারে ছয় মাসের খাদ্যশস্য মজুদ করতে পারেন তার দিকে নজর দিতে।