আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ এপ্রিল:
মাস্ক পরা ছাড়া কাউকে বাজার দেওয়া হবে না এবং মাস্ক ছাড়া দোকানদার কোনও জিনিস বিক্রিও করতে পারবেন না, মাইকিং করে প্রচার মোহনবাটি বারোয়ারি পুজো কমিটির। পাশাপাশি মাইকিং করে এটাও বলা হচ্ছে সাইকেল ও মোটর সাইকেল নিয়ে বাজারে প্রবেশ করবেন না।
রায়গঞ্জের অতি পুরনো বাজার মোহনবাটি বাজার। এই মোহনবাটি বাজার গিয়ে দেখা গেল উল্টো ছবি। বাজারে আসা মানুষ কোনও সামাজিক দূরত্ব ছাড়াই বাজার করছে এছাড়াও কারো কারো মুখে মাস্কও নেই। সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্বি মুখে মাস্ক ছাড়াই সাধারণ মানুষ বাজার নিয়ে যাচ্ছে। আবার মুখে মাস্ক ছাড়াই দোকানদাররা জিনিসপত্র বিক্রি করে যাচ্ছে। বার বার রাজ্য সরকার ঘোষণা করছে ভিড় করবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যবহার করুন। কিন্তু কে কার কথা শোনে।
মোহনবাটি বারোয়ারি পুজো কমিটির সম্পাদক কাজল রাউত জানিয়েছেন, বাজার কমিটি থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাজারে ক্রেতা ও বিক্রেতা মুখে মাস্ক ছাড়া কোনও জিনিস কিনতে ও বিক্রি করতে পারবে না। এবার থেকে মাস্ক ছাড়া কোনও দোকানদার জিনিস বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।