আমাদের ভারত, রামপুরহাট, ২৭ ফেব্রুয়ারি: কৃষি বার্ধক্য ভাতা এবং কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা করা হল রামপুরহাটে। বৃহস্পতিবার বেলার দিকে ৮৭ জন কৃষক এবং তার পরিবারের হাতে ৮০ লক্ষ ৬৭ হাজার টাকে তুলে দেওয়া হল। তাদের হাতে শংসাপত্র এবং চেক তুলে দেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। এদিন রামপুরহাট ১ নম্বর ব্লকের কৃষি মান্ডিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পে ২০ জন এবং কৃষি বার্ধক্য ভাতা প্রকল্পে ৬৭ জনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। রামপুরহাট মহকুমার পাঁচটি ব্লকের উপভোক্তাদের হাতে ওই সাহায্য তুলে দেন কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি শুভাশিস কর্মকার, জেলা সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) এ কে এম মিনাজুর আহাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আশিসবাবু জানান, কৃষকদের জন্য সরকার এপর্যন্ত একাধিক প্রকল্প চালু করেছে। তার মধ্যে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে এখনও পর্যন্ত ২০৮৬৯২ জনকে ৭৫ কোটি ৭১ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। কৃষক বন্ধু মৃত্যু জনিত এককালীন অনুদানের জন্য ৪০৮ টি পরিবারকে ৮ কোটি ১৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে। মাসিক এক হাজার টাকা করে কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পে ৩৬৭৮ জনকে বছরে চার কোটি ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। বাংলা শস্য বীমা প্রকল্পে খরিফ মরশুমে ২,৫১,১৩০ জন এবং রবি মরশুমের ২,২৫,০০০ জন বিমার আবেদন জমা দিয়েছেন। বাংলা শস্য বীমা প্রকল্পে ২০১৮-১৯ আর্থিক বছরে খরিফ মরশুমে ৯,৫৯২ জনকে ৭ কোটি ৬৫ লক্ষ টাকা এবং রবি মরশুমে ৩১৪৭১ জনকে ১৯ কোটি ৭৫ লক্ষ টাকা বীমার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।