আমাদের ভারত, কুলপি, ২ মে: রেশন দোকানে গ্রাহকদের সরকারি নির্দেশ অনুযায়ী খাদ্য সামগ্রী না দিয়ে তার তুলনায় কম পরিমানে খাদ্য সামগ্রী দিচ্ছেন রেশন ডিলাররা। এই অভিযোগ তুলে শনিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগণার কুলপি থানার ঈশ্বরীপুর এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ গ্রাহকরা। ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়।
অভিযোগ এলাকার রেশন ডিলার কৃষ্ণেন্দু শেখর মণ্ডল গ্রাহকদের বঞ্চিত করছেন। সরকারি নির্দেশ অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ না করে তিনি তার তুলনায় যথেষ্ট কম খাদ্য সামগ্রী দিচ্ছেন। দিনের পর দিন এইভাবে গ্রাহকদের প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ। সেই অভিযোগে আজ সকাল থেকে গ্রাহকরা রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
খবর পেয়ে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সেই সময় বিক্ষোভকারীদের হটাতে গেলে পুলিশের সাথে বচসা, হাতাহাতি বেধে যায় গ্রাহকদের। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠি চালাতে হয়। কিছুক্ষণ বাদে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
ঘটনাস্থলে আসেন কুলপির যুগ্ম বিডিও। তিনি ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিলেই শান্ত হন বিক্ষোভকারীরা।