সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ জুন: লাদাখে চীনা আগ্রাসনের প্রতিবাদে গর্জে উঠল পুরুলিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হল পুরুলিয়া শহরে। সেই সঙ্গে চীনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়। পাশাপাশি শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হয় এদিন। তার আগে প্রেসিডেন্ট শি জিনপিং-এর কুশপুতুল নিয়ে এবং চীনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে পোস্টার ব্যানার হাতে নিয়ে পুরুলিয়া শহরের একাংশ মিছিল করে প্রতিবাদ জানায়।
পরে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড মোড়ে চীনের প্রেসিডেন্টের কুশপুতুল পোড়ানো হয় এবং সেই আগুনেই চীনা সামগ্রীও পুড়িয়ে ফেলা হয়। পুরুলিয়া শহরের প্রাক্তন কাউন্সিলার বিভাস রঞ্জন দাস এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন।