সাথী প্রামানিক, পুরুলিয়া, ২ ডিসেম্বর: হায়দ্রাবাদে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ ছড়িয়ে পড়ল পুরুলিয়ায়। সোমবার পুরুলিয়ার সিধো- কানহো- বিরসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান তোলেন তাঁরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় চত্ত্বর থেকে শুরু হয়। রাঁচী রোড ধরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে শেষ হয়।
অন্যদিকে, ওই তরুণী চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে নিশংস ভাবে নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে
পুরুলিয়া শহরে বিক্ষোভ মিছিল করল এসইউসির ছাত্র যুব মহিলা কর্মীরা। স্থানীয় কোর্ট মোড় থেকে শুরু করে শহরের ট্যাক্সি স্ট্যান্ড হাটতলা দিয়ে মিছিল পরিক্রমা করে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ দেশজুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে সরকারি কঠোর পদক্ষেপ এবং নারী নির্যাতনের অন্যতম মূল কারণ মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা। মিছিলের নেতৃত্ব দেন মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদিকা রানি মাহাতো সহ অন্যান্য সংগঠনের জেলা নেতৃত্ব।