কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ ডিসেম্বর: কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে চলছে কৃষক আন্দোলন। তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হয়েছে। আজ শনিবার ঘাটালে অল ইন্ডিয়া কৃষক এবং ক্ষেতমজুর সংগঠন, এআইকেকেএমএস ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ডে ক্ষুদিরাম মূর্তির কাছে দিল্লির কৃষকদের আন্দোলনের প্রতি সম্মতি জানিয়ে ধর্নার আয়োজন করে। কর্মসূচির শুরুতে আন্দোলনে অংশগ্রহণকারী শহিদ কৃষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ধর্না মঞ্চে কেন্দ্রীয় সরকারের আনা কৃষি বিল এবং বিদ্যুৎ বিল বাতিলের দাবি জানানো হয়।
ছিলেন এআইকেকেএমএসের রাজ্য কমিটির সদস্য উৎপল প্রধান এসইউসিআইয়ের লোকাল কমিটির সম্পাদক অঞ্জন জানা, দেবাশীষ মাইতি, রানিচক দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদুষী বারুই মান্না সহ অন্যান্যরা। ধর্না মঞ্চে নেতৃত্বরা বলেন, কৃষি বিলের ফলে কৃষকরা কর্পোরেট পুঁজিপতিদের কাছে বিক্রি হয়ে যাব। এই বিল বাতিল করতে হবে।