আমাদের ভারত, মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিন্দায় মাধ্যমিক শিক্ষা পর্ষদের মেদিনীপুর আঞ্চলিক অফিসে এবং জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও। পরীক্ষা চলাকালীন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে পর্ষদের সিলমোহর সহ বাংলা বিষয়ের প্রশ্নপত্র।মাধ্যমিক পরীক্ষার মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাকে পরিহাসে পরিণত করার বিরুদ্ধে এই বিক্ষোভ বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সহসভাপতি সিদ্ধার্থ ঘাঁটা, সম্পাদকমণ্ডলীর সদস্য সুজিত জানা, তাপস জানা ও রনিতা পড়িয়া।
ঘটনার তীব্র নিন্দা করে সিদ্ধার্থ ঘাঁটা দাবি করেন” অবিলম্বে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি এই ধরনের ঘটনা রোধে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে, যাতে মাধ্যমিক পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ ও অত্যন্ত আবেগের একটি পরীক্ষা পরিহাসে পর্যবসিত না হয়।”