আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ জুলাই: ইউনিভার্সিটির আইন পরীক্ষায় টাকা চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ। আর এই ছাত্র বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজ কলেজে। এই কলেজে আজ হলদিয়ার একটি বেসরকারি আইন কলেজের পরীক্ষার সিট পড়েছিল। প্রথম হাফে দশটা থেকে একটা এবং দ্বিতীয় হাফে দুটো থেকে পাঁচটা, এই দুটি হাফে পরীক্ষার ব্যবস্থা হয়েছিল। প্রথম হাফের পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি এমন হয় যে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, রাজ কলেজের ছাত্র ইউনিয়ননের সদস্যরা মোটা অঙ্কের টাকা দাবি করে। এমনকি পরীক্ষার সময় ইউনিয়নের ছেলেরাই পরীক্ষায় গার্ড দেওয়ার পাশাপাশি রীতিমতো পরীক্ষার্থীদের হেনস্থা করে বলে অভিযোগ। পরীক্ষার সময় শেষ হতেই এই নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন আইন কলেজের ছাত্র-ছাত্রীরা। কলেজের অধ্যক্ষ অবশ্য এই বিক্ষোভের সঠিক কারণ বলতে পারেননি। তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন এবং ইউনিয়নের সদস্যরা পরীক্ষায় গার্ড দিয়েছে এবং টাকা চেয়েছে এই ধরনের ঘটনার কথা পুরোপুরি অস্বীকার করেছেন।