আমাদের ভারত, মেদিনীপুর, ১১ ডিসেম্বর: মঙ্গলবার সকাল থেকে সাত দফা দাবির ভিত্তিতে গেটের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন খড়্গপুর আইআইটি ছাত্রাবাসের হল কর্মীরা। অবস্থান আন্দোলনে যোগ দিয়েছেন আইআইটি হল এমপ্লয়িজ ইউনিয়নের প্রায় সাড়ে তিনশ কর্মী। পরিষেবা বজায় রেখেই বেতন ক্রমে বৈষম্য ও পদমর্যাদায় অবৈজ্ঞানিক বিন্যাসের বিরুদ্ধে এবং উপযুক্ত আবাসন ও কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলে কর্মীর পরিবারের একজনের চাকরি সুনিশ্চিত করার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে তাদের এই অবস্থান আন্দোলন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। আইআইটি কর্তৃপক্ষ বুধবার তাদের দাবিগুলি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।