আশিস মণ্ডল, রামপুরহাট, ১৮ মে: নিম্নমানের মিড ডে মিলের খাবার পরিবেশনের অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। পরে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে অভিভাবকরা ফিরে যান।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু এবং প্রসূতি মায়ের পুষ্টিকর খাবার পরিবেশনের জন্য মিড ডে মিল চালু করে কেন্দ্র সরকার। কিন্তু বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের বালিয়ারা গ্রামের ২৬৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ। অভিভাবকদের অভিযোগ, পচা আলু, সবজি দিয়ে রান্না করা হচ্ছে পুষ্টিকর খাবার। যাতে অপুষ্টিজনিত রোগ বাড়ছে। এমনকি খাবারের পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকবার অঙ্গনওয়াড়ি কর্মীদের সতর্ক করা হলেও তারা তাতে কর্ণপাত করেননি। প্রতিবাদে বৃহস্পতিবার সিডিপিও দফতরে গিয়ে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা।
রশিদ মমিন বলেন, “এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ১২৫ জনের রান্না করার কথা। কিন্তু কেন্দ্রের কর্মীরা অল্প রান্না করে বাকি টাকা আত্মসাৎ করছে। আমরা উপস্থিতির হার দেখতে চাইলে তাঁরা দেখাতে অস্বীকার করেন। বাধ্য হয়ে আমরা সিডিপিও অফিসে বিক্ষোভ দেখাই”।
সিডিপিও দফতরের আধিকারিক শঙ্কর কুমার বসাক বলেন, “এতো মানুষ তো আর মিথ্যা কথা বলছেন না। নিশ্চই কিছু একটা সমস্যা হয়েছে। আমি বিষয়টি সিডিপিওকে জানিয়েছি। ওই গ্রামে সুপারভাইজার তদন্তে যাবেন। তারপরেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”।