সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ নভেম্বর: পুলিশ অফিসারের বাসা বাড়ি থেকে টাকা চুরির মিথ্যা অপবাদে পরিচারিকাকে নিগ্রহের প্রতিবাদে এবং ঘটনার তদন্তের দাবিতে গতকাল রাতে থেকে দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। আজ সকালে ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। এই বিক্ষোভে সামিল হয় বিজেপির কর্মীরা। অবরোধের ফলে বাঁকুড়া- রানীবাঁধ ও বারিকুল রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। পরিস্হিতি সামাল দিতে ব্যাপক পুলিশ ও র্যাফ নামানো হয়। বেলা গড়াতেই অবরোধ তুলতে পুলিশ সক্রিয় হয়ে ওঠে।অবরোধকারীদের হটাতে শেষমেষ লাঠিচার্জ করা হয়।পুলিশ ঘটনাস্থল থেকে বিজেপি কর্মী সমেত ১২জনকে আটক করেছে।
ঘটনার বিবরণে জানাগেছে, রানীবাঁধ থানার সেকেন্ড অফিসারের বাসাবাড়ি থেকে মোটা টাকা চুরি যায়।অভিযোগ, ওই পুলিশ অফিসার বাড়ির পরিচারিকাকে সন্দেহ করে টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। এমনকি তার বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে শাসিয়ে আসেন। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে স্থানীয় লোকজন। এরপর এই অবরোধে সামিল হয় বিজেপি। অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়েছেন স্হানীয় বিজেপি নেতৃত্ব।

