Deputation, SP Office, Citizen Protection Committee, ৬ নম্বর জাতীয় সড়কে বাড়ছে খুন ও ছিনতাই, জেলা পুলিশ সুপারের দফতরে বিক্ষোভ ও ডেপুটেশনের ডাক নাগরিক সুরক্ষা কমিটির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: কোলাঘাটের উত্তর জিঞাদার স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়া খুনের সঙ্গে যুক্ত সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার সহ বরদাবাড়, পদমপুর, দেউলবাড়, জিঞাদা বাজার এলাকার নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের ধারাবাহিকতায় আজ বিকেলে নাগরিক সুরক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উত্তর জিঞাদার সমীর পড়িয়ার বাড়িতে অনুষ্ঠিত সভা থেকে আগামী ১ মার্চ জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের কাছে বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়।

সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক যুগল মান্না। মূল বক্তব্য রাখেন কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রতাপ সামন্ত। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মৃত সমীরের বাবা সুকুমার পড়িয়া ও কৃষ্ণা পড়িয়া।

নারায়ণবাবুর অভিযোগ, খুনের প্রায় আড়াই মাস পরও পুলিশ সমস্ত দুষ্কৃতীদের এখনো গ্রেপ্তার করতে পারল না। অথচ মুম্বাই রোড সংলগ্ন কোলাঘাট থেকে পাঁশকুড়া এলাকায় খুন-ছিনতাইয়ের ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। গত ৩১ জানুয়ারি মেচগ্রামে সোনা ও টাকা লুঠের ঘটনা ঘটল। ওই ঘটনাতেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারে নি।

প্রসঙ্গত উল্লেখ্য, ওই ঘটনার পর পুলিশ খুনের সাথে যুক্ত ঈশা হক নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করলেও বাকিরা এখনো অধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *