আমাদের ভারত, ১৮ জুলাই: মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মণের গাড়ি ঘিরে বিক্ষোভ ও ভাঙ্গচুরের অভিযোগ উঠল। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়।
মাথাভাঙার ঘোকসাডাঙা রেল স্টেশনে এদিন দুপুরে বিধায়ক সুশীল বর্মণ টিকিট কাটতে গিয়েছিলেন। সেই সময় স্থানীয় একাধিক ব্যক্তি তাঁকে দেখে বিক্ষোভ, স্লোগানিং শুরু করেন বলে অভিযোগ। ট্রেনের টিকিট কেটে ফেরার পথে বিধায়ক গাড়িতে উঠলেই বিক্ষোভ আরও বাড়ে বলে অভিযোগ। বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে।
বিধায়কের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সেখান থেকে সরাতে গিয়ে আক্রান্ত হন বলেও অভিযোগ। বিধায়ক সুশীল বর্মণের গাড়ির চালককেও মারধর করা হয় বলে অভিযোগ। বিধায়কের গাড়িতেও ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। যদিও বিক্ষোভকারীদের ঘেরাটোপ থেকে বিধায়ককে মুক্ত করে নিরাপত্তারক্ষীরা বেরিয়ে যান।