কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ অক্টোবর:
উত্তরপ্রদেশের দলিত তরুণী মণীষা বাল্মীকির
গণধর্ষণ, নৃশংস হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল হল ঘাটালে। আজ সকাল দশটায় কুশপাতা থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত ধিক্কার মিছিল হয়। ছাত্রছাত্রী, মহিলাদের সঙ্গে কিছু যুবক ও সাধারণ মানুষ এই মিছিলে সামিল হয়।
মিছিল থেকে দাবি তোলা হয়, উত্তর প্রদেশের মনীষা বাল্মীকির গণধর্ষণের ঘটনায় জড়িত দোষীদের কঠোর শাস্তি দিতে হবে, দেশজুড়ে বাড়তে থাকা নারী নির্যাতন, নারী ধর্ষণের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়াও মিছিল থেকে দাবি ওঠে, এই ধরণের ঘটনার তদন্ত এবং বিচার দ্রুত নিষ্পত্তি করতে প্রতি জেলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করতে হবে। নারী নির্যাতন ও নারী ধর্ষণের অন্যতম প্রধান কারণ মদের রমরমা ব্যবসা বন্ধ করতে হবে।