স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২১ ডিসেম্বর:
সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার শান্তিপুর মুসলিম হাই স্কুলের মাঠ থেকে বাইগাছি পাড়া পর্যন্ত মিছিল করল কয়েকটি সংগঠন। মাদ্রাসার শিক্ষক শামসুল উলম ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই মিছিল হয়। গোটা মিছিলে সিএএ–এর বিরুদ্ধে তীব্র ধিক্কার প্রতিবাদে সোচ্চার হয় শান্তিপুরের বিভিন্ন মুসলিম সংগঠনগুলি। নো এন আর সি, নো ক্যাব, কেন্দ্রীয় সরকার নিপাত যাক, আর নয় মোদি, টাকলা অমিত শাহ নিপাত যাক স্লোগান ওঠে মিছিল থেকে।