আবগারী দপ্তরের কর্মীদের বিরুদ্ধে মারধর ও ভাঙ্গচুরের প্রতিবাদ, তপনে রাস্তায় নামলো আদিবাসীরা, রাতেও চললো পথ অবরোধ

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ ফেব্রুয়ারি: আবগারী দপ্তরের কর্মীদের বিরুদ্ধে মারধর ও বাড়িঘর ভাঙ্গচুরের প্রতিবাদে রাস্তায় নামলো আদিবাসীরা। শনিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মদনাহার এলাকায়। ঘটনার প্রতিবাদে তপন- বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ দেখায় বাসিন্দারা। রাত পার হলেও অবরোধ তুলতে ব্যর্থ হয়েছে তপন থানার পুলিশ।

এদিকে এই ঘটনায় অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে রাস্তার পাশেই রান্না করে রাতভর রাস্তা অবরোধ চালিয়ে যান স্থানীয় আদিবাসীরা।

জানা যায়, শুক্রবার তপনের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের মদনাহার গ্রামে আদিবাসীদের অনুষ্ঠান বাড়ি চলছিল। সেই সময় আবগারী দপ্তরের কিছু লোকজন আচমকা সেখানে গিয়ে তান্ডব চালায় বলে অভিযোগ। বাড়িঘর ভাঙ্গচুরের পাশাপাশি মারধর করা হয়েছে মহিলাদেরও বলে অভিযোগ। ঘটনার জেরে দুই মহিলা সহ মোট চারজন গুরুতর আহত হয়েছে। এদিন সেই ঘটনার প্রতিবাদেই তপন- বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে দিন গড়িয়ে রাতেও বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার আদিবাসী মানুষ। আর যার জেরে চরম দুর্ভোগে পড়েন পথচলতি মানুষজন। ঘটনার খবর পেয়ে তপন থানার পুলিশ এলাকায় পৌছেও স্বাভাবিক করতে
পারেনি পরিস্থিতি।

স্থানীয় বাসিন্দা বসন্ত কুজুর ও কল্পনা মুর্মুরা বলেন, তাদের যে কোনো অনুষ্ঠানে রীতি অনুযায়ী হাড়িয়া থাকতেই হবে। গ্রামে সেরকম একটি অনুষ্ঠান চলার সময় আচমকা সেখানে গিয়ে ভাঙ্গচুর ও মারধর করেছে আবগারী দপ্তরের লোকেরা। ঘটনায় দু’জন মহিলা সহ মোট চারজন গুরুতর আহত হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যতক্ষণ পর্যন্ত এই ঘটনার ভুল স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ বিক্ষোভ চলবেই।
যদিও ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে তপন থানার পুলিশের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *