সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালিপোতা গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা৷ অভিযোগ পুরনো নামের তালিকা বাদ দিয়ে নতুন তালিকা করা হয়েছে। সেই তালিকায় অসহায় পরিবারের নাম কেটে যাদের ঘর আছে তাদের ঘর দেওয়া হচ্ছে। প্রায় এক হাজার পরিবারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে পঞ্চায়েত প্রধান।
গ্রামবাসীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের জন্য পুরনো তালিকায় নাম থাকলেও দিন কয়েক আগে নতুন তালিকা তৈরি করে পঞ্চায়েত। যাদের ঘর নেই এমন গ্রামবাসীর নাম বাদ দেওয়া হয়েছে প্রায় এক হাজার পরিবারের। বেছে বেছে যাদের ঘর আছে সেই সব পরিবারের নাম দেওয়া হয়েছে। অনৈতিকভাবে নাম দেওয়ার অভিযোগ এনে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান কয়েক শো গ্রামবাসী৷
গ্রামবাসী উত্তারা সরকার, দুলাল দেবনাথ বলেন, যাদের পাকা বাড়ি আছে, দুই তিনটে গাড়ির মালিক তাদের ঘর নেওয়ার তালিকায় নাম আছে। অথচ আমি বিড়ি বাঁধি, স্বামী দিনমজুর আমাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা৷
বাসিন্দাদের অভিযোগ, এক বছর আগে যে তালিকা তৈরি করা হয়েছিল সেখানে প্রায় তিন হাজার মানুষের নাম ছিল৷ দিন কয়েক আগে কাউকে না জানিয়ে নতুন করে তালিকা তৈরি করা হয়েছে৷ যাদের তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাদের অনেকেই ভাঙ্গা ও কাঁচা ঘরে বাস করেন। বাসিন্দাদের দাবি, নতুন করে তালিকায় নাম নথিভুক্ত করতে হবে, তা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলন শুরু করবে৷ যদিও পঞ্চায়েত প্রধান আসমাতারা মন্ডল শারীরিক অসুস্থতার কারণে পঞ্চায়েতে আসছেন না৷
তার স্বামী তৃণমূল নেতা আফজাল আলী মন্ডল বলেন, নতুন করে পঞ্চায়েত থেকে সার্ভে করা হয়েছে। সেই কারণে নতুন তালিকা বের করা হয়েছে। এদের মধ্যে ১০-১৫ টা পরিবারের নাম ভুল করে কেটে দেওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা এসেছেন, তারা সিদ্ধান্ত নেবে।