পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল: পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আজ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় গ্রামের মানুষজন। তাদের দাবি, দ্রুত পানীয় জলের ব্যবস্থা করুক প্রশাসন। তীব্র দাবদাহের মধ্যে জল না পেয়ে চরম সঙ্কটে পড়েছেন তারা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের যাদবনগর গ্রামের।

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রামে রয়েছে তিনটি সজলধারা প্রকল্প, কিন্তু প্রচন্ড দাবদাহের মাঝে প্রায় দুই মাস ধরে সজল ধারা থেকে কোনো পানীয় জল পড়েনি। একাধিক বার ব্লক প্রশাসন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সকলকে জানানো হয়েছে কিন্তু কেউ পানীয় জলের ব্যবস্থা করার উদ্যোগ নেয়নি। তাই কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন তারা।

