যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি, পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর: যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে সোমবার বিক্ষোভ দেখায় মোহনপুর চক এলাকার বাসিন্দারা। অবশেষে পুলিশের আশ্বাসে উঠলো অবরোধ।

উল্লেখ্য, গত রবিবার সকালে তারকেশ্বর- খড়্গপুর লাইনের একটি বাস মেদিনীপুর ছেড়ে খড়্গপুর ঢোকার পথে মোহনপুর এলাকায় দুর্ঘটনা ঘটায়। খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মাতকাতপুর এলাকার তারাপদ চৌধুরী নামে বছর ৭৩- এর এক বাসিন্দাকে পিছন থেকে ধাক্কা মারে বাসটি। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলে ঐদিন রাতেই তার মৃত্যু হয়। আর এর পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। ক্ষুব্ধ বাসিন্দারা সোমবার রীতিমতো প্ল্যাকার্ড হাতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

এলাকাবাসীদের অভিযোগ, “এই রাস্তায় নেই কোনো বাম্পার। বড় বড় গাড়ি, বাস দ্রুত গতিতে পারাপার করে এই রাস্তায়। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানিয়েও কোনো লাভ হয়নি। তার ওপর এবার এই রাস্তার উপর দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটলো। তাই এবার পথ অবরোধে সামিল হলেন এলাকাবাসীরা।”

প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চলে এই বিক্ষোভ অবরোধ। অবশেষে পুলিশ প্রশাসনের সহায়তায় তাদের হটানো সম্ভব হয়। পুলিশ প্রশাসনের তরফে এলাকাবাসীদের আশ্বাস দেওয়া হয় ওই পথে বাম্পার করে দেওয়ার। তবে ব্যস্ততম এই রাস্তায় অবরোধের কারণে যান চলাচল বেশ কিছুক্ষণ
ব্যাহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *