পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৪ জানুয়ারি: এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে রাস্তায় নামলো ট্রাক মালিকরা। শনিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের সীমান্ত শহর হিলিতে। বিক্ষোভকারী ট্রাক মালিকদের দাবি, “সুবিধা পোর্টালে” সরকারের নির্ধারিত টাকা দেওয়ার পরেও নানা অজুহাতে আরো প্রায় এক হাজার টাকা করে প্রতিবারেই আদায় করছে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। যার প্রতিবাদেই এদিন তাদের এই আন্দোলন। যদিও এই তোলা আদায় কিছুটা আইনসঙ্গতভাবেই স্বীকৃত বলে টেলিফোনে দাবি করছেন এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দিলীপ সরকার।
জানাগেছে, এদিন সকাল থেকেই ট্রাক মালিকরা হিলির স্থলবন্দরে বিক্ষোভ দেখিয়ে একটি মিছিল করে এক্সপোর্ট অফিস পর্যন্ত যান। ট্রাক মালিক সংগঠনের দাবি, গেট পাস, গাড়ির পাস সহ বিভিন্ন অজুহাতে প্রায় হাজার টাকা করে প্রতিটি গাড়ি থেকে আদায় করছে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। প্রতিদিন গড়ে আড়াইশো গাড়ি ওপারে যাবার কথা থাকলেও ব্যবসা মন্দার কারণে এখন সেই সংখ্যা কিছুটা নেমে দাঁড়িয়েছে ৭০ থেকে ৮০ তে। যার থেকে তোলা আদায় করছে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বলে অভিযোগ। সামগ্রিকভাবেই গাড়ি যাতায়াতের সংখ্যা কিছুটা কমে যাওয়ায় ব্যবসা যেমন মার খাচ্ছে তেমনি রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন। লরি মালিকদের আরো দাবি, এই কঠিন পরিস্থিতিতে তোলাবাজির কোনো টাকাই তারা দেবেন না এক্সপোর্ট অ্যাসোসিয়েশন’কে। প্রতি গাড়ি থেকে টাকা তোলার কথাটি স্বীকার করলেও দিলীপ সরকার দাবি করেছেন, এটা প্রতিটা স্থলবন্দর থেকেই হয়ে থাকে তাই এটা একপ্রকার সরকারিভাবে স্বীকৃত।
অতুল চন্দ্র সরকার ও পূজন বর্মনরা বলেন, সরকারের সুবিধা পোর্টালের দশ হাজার টাকা ছাড়াও নানান দালাল দিয়ে তোলাবাজি চলছে এলাকায়। যার প্রতিবাদেই সংগঠনগত ভাবে রাস্তায় নেমেছেন লরি মালিকরা। অতিরিক্ত তারা কোনো টাকা হিলি এক্সপোর্ট
অ্যাসোসিয়েশনকে দেবেন না। এর আগে বারবার অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা কর্নপাত করেননি।