স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর,
৫ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পুজো অনুদান না পাওয়ায় পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের বারোগন্ডা গ্রামের আদিবাসী পাড়ায়।

সোমবার আদিবাসীরা তীর ধনুক, তরোয়াল নিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকে রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাসকে। তাদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রতিটি ক্লাবদের ৬০ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন, কিন্তু গত তিন বছর ধরে তারা ওই অনুদান থেকে বঞ্চিত হচ্ছে। বারংবার জেলা প্রশাসন থেকে ব্লক প্রশানকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় সোমবার ১৩ নম্বর কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘেরাও করে রাখা হয়। তাদের দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার পাশাপাশি বারোগন্ডা আদিবাসী পাড়ায় পুজো না হলে রায়গঞ্জেও কোনো পুজো হতে দেবে না বলে হুমকি দিয়েছেন বারোগোন্ডা আদিবাসী পাড়ার বাসিন্দারা।


