আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ এপ্রিল: কাশ্মীরের পলেহগাঁওয়ে জঙ্গি হামলায় ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল জলপাইগুড়ির এসইউসিআই নেতা- কর্মীরা। মঙ্গলবার সন্ধেয় শহরের বাবু পাড়ার এসইউসিআই কার্যালয় থেকে সম্প্রীতি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় সঙ্গে যুক্ত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলা হয় মিছিল থেকে। পাশাপাশি জনজীবনের সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে বিদ্বেষ সৃষ্টির চেষ্টা ব্যর্থ করতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে এ দিনের সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয়েছে।
এসইউসিআই শহর লোকাল কমিটির সম্পাদক পরিতোষ প্রামাণিক বলেন, “কাশ্মীরে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের বেছে বেছে হত্যা করেছে জঙ্গিরা। ২৬ জনের মৃত্যু হয়েছে, ১২ জন এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ঘটনার পর বিভেদের রাজনীতি চলছে দেশজুড়ে। সরকারি মদত দেখা যাচ্ছে। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে সম্প্রীতির আহ্বান জানাতে আমরা পথে নেমেছি।”