স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ এপ্রিল: রাস্তা সম্প্রসারণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। স্থানীয়দের দাবি, গত পাঁচ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভোট আসে ভোট যায় শুধু প্রতিশ্রুতি দেয় নেতারা। বেশ কয়েক বছর ধরে রাস্তাটির বেহাল অবস্থা থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এর আগেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হলেও প্রশাসনের কোনো হেলদোল নেই। বুধবার এই দাবিতেই নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকার গোয়ালদা গ্রামের একমাত্র রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
যদিও দীর্ঘক্ষণ এই রাস্তা অবরোধ হয়ে থাকার কারণে ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের চালকরা। এছাড়াও বেশ কিছু স্কুলের ছাত্র ছাত্রীরাও এই অবরোধের মধ্যে পড়ে। স্থানীয়দের দাবি, অবিলম্বে রাস্তার পুনঃসংস্কার করতে হবে। যদিও ওই রাস্তাটি জেলা পরিষদের অধীনস্থ, একাধিকবার জেলা পরিষদকে জানানো সত্ত্বেও কর্ণপাত করেনি জেলা পরিষদ, এমনটাই দাবি করছেন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকায় ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ, কথা বলে বিক্ষোভকারীদের সাথে। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে এই বিক্ষোভ। জানা যায়, এখনো রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালাচ্ছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা বৃজ নন্দী জানান, “ভোট আসে, ভোট যায় কিন্তু আমরা রাস্তার কোনো সুরাহা পাই না। সব দলের লোকেরাই ভোট আসার আগে প্রতিশ্রুতি দেয় তারা এই রাস্তা করে দেবে কিন্তু ভোটের পর সেই একই অবস্থা। এই রাস্তার কোনো সুরাহা হয়নি। ভোটের আগে রাস্তায় দেখি খোয়া, ইট, বালি পড়েছে ভোটের পর দেখি সেগুলো আর নেই। তাপস পাল যখন বিধায়ক ছিলেন তখন প্রায় ছয় বছর আগে এই রাস্তার কাজ হয়েছিল। তারপর থেকে বহু এমএলএ এমপি এখানে এসেছেন। আমরা আমাদের সমস্যার কথা বলেছি। কিন্তু রাস্তার কাজ আর হয়ে ওঠেনি। তাই আমরা আজ অবরোধ করেছি। যতক্ষণ না উপর মহল থেকে এখানে এসে কেউ আমাদের আশ্বাস দেয় ততক্ষণ আমরা অবরোধ করে যাব। আর যদি তাতেও কাজ না হয় আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবো”।