জুয়ার ঠেকের প্রতিবাদ, কৃষ্ণনগরে তৃণমূল কর্মীদের হাতেই মাথা ফাঁটল দলের যুব সভাপতির

Lস্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ ডিসেম্বর: ডআবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার জুয়া এবং নেশার দ্রব্য বিক্রি করার প্রতিবাদ জানিয়ে অপর গোষ্ঠীর হাতে আক্রান্ত হলেন তৃণমূলের যুব সভাপতি সহ একাধিক কর্মী সমর্থক। নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘটনা।

অভিযোগ, কৃষ্ণনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের জোড়া মসজিদ এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসে। শুধু তা-ই নয় সেখানে বেআইনিভাবে মদ বিক্রি হয়। এর পাশাপাশি আফিম এবং বিভিন্ন নেশার দ্রব্য বিক্রি হয়। অভিযোগ, গতকাল ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছোটন সিংহ রায় সহ একাধিক তৃণমূল কর্মী যখন ওই এলাকা দিয়ে আসছিল তখন জুয়ার ঠেকের প্রতিবাদ জানালে তাদের বেধড়ক মারধর করা হয়। লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় একাধিক তৃণমূল কর্মীর। এরপরই তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত যুব সভাপতি ছোটন সিংহ রায় বলেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নেশা এবং জুয়ার ঠেক চালিয়ে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে। আর এই বেআইনি কাজের সঙ্গে জড়িত সদ্য বিজেপি থেকে আসা কিছু তৃণমূল কর্মী সমর্থক। মূলত সেই প্রতিবাদ করাতে আমার উপর এই আক্রমণ। ইতিমধ্যেই আক্রান্ত কর্মীরা কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক কিংবা গ্রেপ্তার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *